Site icon Jamuna Television

রাজধানীর সবুজবাগে ছুরিকাঘাতে এক গৃহবধূ খুন

প্রতীকী ছবি

রাজধানীর সবুজবাগে এক গৃহবধূ ছুরিকাঘাতে খুন হয়েছেন। সোমবার রাতে নন্দীপাড়ার দক্ষিণগাঁ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রতিবেশীরা জানায়, সম্প্রতি ওই এলাকার ছয় নাম্বার সড়কে নিজেদের ফ্ল্যাটে উঠেছিলেন জান্নাতুল ফেরদৌস দম্পত্তি। গতরাত সাড়ে নয়টার দিকে পাশের ভবনের দারোয়ান মনির পানি খাওয়ার নাম করে বাসায় ঢোকে। এসময় ফ্ল্যাটে শুধু জান্নাতুল আর তার দেড় বছরের সন্তান ছিলেন। কিছুক্ষন পর চিৎকার শুনে প্রতিবেশীরা ঘরে ঢুকে গলায় ছুরিকাহত অবস্থায় জান্নাতুলকে মেঝেতে পড়ে থাকতে দেখেন।

পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একই ভবনের ছাদ থেকে মনিরকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির হত্যার কথা স্বীকার করেছে। জানিয়েছে- চুরি করতে ফ্ল্যাটে ঢুকেছিল সে।

Exit mobile version