Site icon Jamuna Television

মসজিদে বিস্ফোরণে দগ্ধ ৫ জনের কেউই আশঙ্কামুক্ত নয়

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ ৫ জনের কেউই আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের উপদেষ্টা ডা. সামন্ত লাল সেন।

৫ জনের মধ্যে দুই জনের অব্স্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি। সকালে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এতথ্য জানান।

গত ৪ এপ্রিল বিস্ফোরণের পর ৩৭ জনকে দগ্ধ অবস্থায় ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল।

এর মধ্যে একে একে ৩১ জনের মৃত্যু ঘটেছে। একজন শুধু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকিরা এখনও রয়েছেন হাসপাতালে আইসিইউতে।

এদিকে, গাজীপুরের টঙ্গীতে অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন দুজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান ডা. সামন্ত লাল সেন।

Exit mobile version