Site icon Jamuna Television

খিচুড়ি রান্না নয়, অভিজ্ঞতা নিতেই বিদেশ যাওয়ার প্রস্তাব

খিচুড়ি রান্না নয়, অভিজ্ঞতা নিতেই বিদেশ যাওয়ার প্রস্তাব

খিচুড়ি রান্না নয়, প্রাথমিক স্কুলে মিড ডে মিল কার্যক্রমকে আরো উন্নত করতেই অভিজ্ঞতা অর্জনে কর্মকর্তাদের বিদেশ যাওয়ার প্রস্তাব করা হয়েছে। জানিয়েছেন, প্রাথমিক শিক্ষা সচিব আকরাম আল হোসেন। তিনি বলেন, পরিকল্পনা কমিশন চাইলে প্রস্তাবটি বাতিল করতে পারে।

দুপুরে সচিবালয়ে খিচুড়ি ইস্যুতে এক ব্রিফিংয়ে তিনি জানান, প্রাথমিক স্কুলে ১৯ হাজার ২৯৬ কোটি টাকার মিড-ডে মিল প্রকল্প পরিকল্পনা কমিশনে দেয়া হয়েছে। তাতে তিন দিন বিস্কুট, আর তিনদিন খিচুড়ি বা রান্না করা খাবারের ব্যবস্থার প্রস্তাব করা হয়।

এই বিষয়ে দক্ষতা বৃদ্ধি ও কার্যক্রমটি সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য এক হাজার জনকে অভিজ্ঞতা অর্জনের জন্য বিদেশ পাঠানোর প্রস্তাব করা হয়েছে। এটি পরিকলপনা কমিশন যাচাই-বাছাই করে একনেক-এ পাঠাবে। আর অনুমোদন পেলেই কার্যকর করা হবে।

Exit mobile version