Site icon Jamuna Television

ছত্রপতি শিবাজীর নামে আগ্রার মুঘল জাদুঘরের নাম পরিবর্তন করলো বিজেপি সরকার

ভারতের ‍উত্তর প্রদেশের আগ্রায় মুঘল জাদুঘরের নাম পাল্টে ছত্রপতি শিবাজি মহারাজ জাদুঘর করলো। আগ্রা ডিভিশনের উন্নয়নমূলক কাজকর্ম খতিয়ে দেখতে গিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই সিদ্ধান্ত নিয়েছেন। খবর ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ’র।

নাম পরিবর্তন প্রসঙ্গে আদিত্যনাথ বলেছেন, মুঘলরা ভারতীয়দের নায়ক হতে পারে না, শিবাজি মহারাজ আমাদের নায়ক। যে সব জিনিসপত্র দেশের গৌরব, সেগুলিকে তুলে ধরা উচিত, দাস মনোবৃত্তি নয়।

আগ্রার সঙ্গে ছত্রপতি শিবাজি মহারাজের সম্পর্কিত তথ্য জাদুঘরের গ্যালারিতে তুলে ধরা হবে বলেও জানান আদিত্যনাথ।

২০১৬ সালে তাজমহলের কাছে এই জাদুঘরের নির্মাণ শুরু হয়।

উল্লেখ্য, মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করে মারাঠা শাসন পুনঃপ্রতিষ্ঠা করে ভারতে হিন্দুরাজ্য প্রতিষ্ঠার অগ্রদূত হিসেবে কাজ করেছেন ছত্রপতি শিবাজী। শিবাজির সাহায্যেই ব্রিটিশ ইস্টইন্ডিয়া কোম্পানি ভারতে মুঘল সম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করতে আগ্রহ পায়।

Exit mobile version