Site icon Jamuna Television

রাবি ভিসিসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলা

ফাইল ছবি।

নিয়ম বহির্ভূত পেনশন আটকে রাখার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আব্দুস সোবহানসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজশাহী যুগ্ম জেলা জজ আদালত-১ এর আদালতে মামলা করেন বিশ্ববিদ্যালয় পরিচালিত শেখ রাসেল মডেল স্কুল এর সাবেক অধ্যক্ষ মোমেনা জীনাত।

বাদি পক্ষের আইনজীবী নুরে কামরুজ্জামান ইরান জানান, বিচারক জয়ন্তী রাণী মামলাটি আমলে নিয়ে আগামী ১৯ অক্টোবর আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেছেন। মামলার অপর পাঁচ আসামির মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার, কোষাধ্যক্ষ এবং রাবির শেখ রাসেল স্কুলের বর্তমান সভাপতি ও অধ্যক্ষ।

মামলা সূত্রে, বাদী মোমেনা জীনাত বিশ্বাবিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুলের অধ্যক্ষ ছিলেন। অবসর গ্রহণের পর নিয়ম বর্হিভূতভাবে তার পেনশনের ৪৫ লাখ ৬১ হাজার ৯৪৫ টাকা আটকে রাখা হয়েছে। সেই টাকা ফেরত পেতে তিনি আদালতের কাছে গেলেন।

Exit mobile version