Site icon Jamuna Television

নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করায় অভিযান

নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করায় অভিযান শুরু করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি। আজ মঙ্গলবার দুপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ান টিম (র‌্যাবের) সহযোগিতায় সিদ্দিরগঞ্জ আটি হাউজিং এলাকায় প্রায় দুইশত বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

নারায়ণগঞ্জে বহুবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর টনক নড়ে প্রশাসনের। এরই ধারাবিকতায় মঙ্গলবার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযানে নামে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের পশ্চিশ তল্লা বায়তুস সালাত জামে মসজিদে গ্যাসের লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩১ জন নিহত হয়।

Exit mobile version