Site icon Jamuna Television

সরকারি চাকরি প্রার্থীর বয়সসীমা ৫ মাস বাড়লো

করোনা পরিস্থিতিতে চলতি বছরের ২৫ মার্চ যাদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছে তারা আগস্ট পরবর্তী সময়ের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

দেশে করোনার বিস্তার রোধে ২৬ মার্চ থেকে টানা ৬৬ দিন সাধারণ ছুটির মধ্যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেনি সরকারি কর্ম কমিশন। তার আগে গত ডিসেম্বর থেকে চাকরিতে নিয়োগের নতুন কোনো বিজ্ঞপ্তিও দেয়া হয়নি।

তবে ৩০ মে সাধারণ ছুটি শেষে জুনের প্রথম সপ্তাহে নন-ক্যাডারে বেশ কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি। সেখানে বয়সের সর্বোচ্চ সীমা ৩০ বছর নির্ধারণ করে দেয়া হয়েছে গত ১ জুন পর্যন্ত।

তবে বিসিএস পরীক্ষা এর আওতায় আসছে না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। কেননা বিসিএস পরীক্ষা সাধারণত অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হয়।

Exit mobile version