Site icon Jamuna Television

পাকিস্তান এয়ার ফোর্সের বিমান বিধ্বস্ত

পাকিস্তান এয়ার ফোর্সের (পিএএফ) একটি বিমান নিয়মিত প্রশিক্ষণকালে বিধ্বস্ত হয়েছে। পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে মঙ্গলবার এটি বিধ্বস্ত হয়।

এক বিবৃতিতে বলা হয়েছে, পাইলট নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন। এতে জানমালের কোন ক্ষতি হয়নি। তদন্ত বোর্ডকে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু বলেনি পিএএফ। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনাস্থলের যে সব ছবি প্রকাশ করা হয়েছে তাতে দেখা গেছে বিমানটি সম্পূর্ণ পুড়ে গেছে।

এতে ধারণা করা হচ্ছে মাটিতে বিধ্বস্ত হওয়ার আগে কিংবা পরে এতে আগুন ধরেছিল।

Exit mobile version