Site icon Jamuna Television

ঢাকা রেঞ্জের এসপির বিরুদ্ধে ৫ কোটি টাকার ক্ষতিপূরণের মামলা

ঢাকা রেঞ্জের পুলিশ সুপার (ট্রেনিং অ্যান্ড মিডিয়া) জিয়াউল হকের বিরুদ্ধে ৫ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করেছে জাকির হোসেন নামে এক ব্যবসায়ী।

আগামী ১৫ অক্টোবর সমন জারির জন্য তারিখ ঠিক করেন প্রথম যুগ্ম জেলা আদালতের বিচারক উৎপল ভট্টাচারিয়া।

মামলার বাদি জাকির হোসেন জানান, ঢাকা রেঞ্জের পুলিশ সুপার গোপালগঞ্জ থানার এসআই গোলাম কিবরিয়া ও দোকানদার বাচ্চু হোসেনের বিরোধ নিয়ে তদন্ত করে। তদন্ত রিপোর্টে বাচ্চুর আপন বড়
ভাই জাকিরকে ১৪ বছর জেল খাটা আসামি উল্লেখ করেন। এছাড়া তাকে দুর্নীতিবাজ অর্থ আত্মসাৎকারী উল্লেখ করেন। এমন তদন্ত রিপোর্ট চ্যালেঞ্জ করে আজ ঢাকার জেলা আদালতে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হয়।

ইউএইচ/

Exit mobile version