Site icon Jamuna Television

টঙ্গীর বিসিকে গার্মেন্টস শ্রমিককে কুপিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গী বিসিক এলাকায় এক গার্মেন্টস শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় কুপিয়ে আহত করেছে আরও দুইজনকে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে টঙ্গীর বিসিক এলাকার হোসেন ডাইংয়ের সামনে এই ঘটনা ঘটে।

জানা যায়, গত দুইদিন যাবত পিকনিকে যাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের কথা কাটাকটি হয়। এক পর্যায়ে দুই গ্রুপের সংঘর্ষ হলে নাহিদ (৩২) নামে একজন নিহত হয়, আহত হয় আরও দুইজন। তারা তিনজনই পোশাক কারখানার শ্রমিক ছিলো।

ইউএইচ/

Exit mobile version