Site icon Jamuna Television

অমতে বিয়ে দেয়ায় নববধূর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর:

নিজের পছন্দের ছেলের সাথে বিয়ে না দিয়ে পরিবারের পছন্দের ছেলের সাথে বিয়ে দেয়ায় অভিমানে আত্মহত্যা করলেন এক নববধূ। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পীরগঞ্জ থানার ওসি জানান, মাস তিনেক আগে একাদশ শ্রেণি পড়ুয়া ছাত্রীর বিয়ে হয়েছিল উপজেলার বড়দরগা ইউনিয়নের শীবপুর গ্রামের মহিদুল ইসলামের সাথে। কিন্তু ওই বিয়েতে রাজি ছিলেন না তিনি। গ্রামের আরেকটি ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল তার।

তিনি বলেন, অভিমান করে মঙ্গলবার দুপুরে স্বামীর বাড়িতেই কীটনাশক পান করেন লুৎফা। মুমূর্ষু অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত সোয়া ১২টায় তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। লুৎফা একই গ্রামের ওই ইউনিয়নের চাপা বাড়ি গ্রামের নবীর কন্যা। এ বিষয়ে একটি মামলা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version