Site icon Jamuna Television

আর্সেনাল ছাড়ার গুঞ্জন ভুল প্রমাণ করে নতুন চুক্তি করলেন পিয়েরে এমেরিক

আর্সেনাল ছাড়ার গুঞ্জন ভুল প্রমাণ করে ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি করলেন পিয়েরে এমেরিক অবামেয়াং। নতুন চুক্তি অনুযায়ী গানারদের সঙ্গে আরও তিন বছর থাকছেন ৩১ বছর বয়সী এই ফুটবলার।

মঙ্গলবার আনুষ্ঠানিক বিবৃতিতে চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছে আর্সেনাল। ক্লাবটির সঙ্গে অবামেয়াংয়ের চুক্তির মেয়াদ ছিলো ২০২০-২১ মৌসুম পর্যন্ত।

এরআগে ২০১৮ সালে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে আর্সেনালে যোগ দেন গ্যাবনের এই স্ট্রাইকার। গানারদের হয়ে ১১১ ম্যাচে করেছেন ৭২ গোল। ক্লাবটির হয়ে নিজের প্রথম মৌসুমেই প্রিমিয়ার লিগে ২২ গোল করে জেতেন গোল্ডেন বুট। সবশেষ মৌসুমে আর্সেনালের জার্সি গায়ে ৪৪ ম্যাচে করেন ২৯ গোল। ফাইনালে জোড়া গোল করে দলকে এনে এফএ কাপ শিরোপা।

Exit mobile version