Site icon Jamuna Television

নিখোঁজের ৫০ দিন পরে মাটির নিচ থেকে নারীর লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুরঃ
নিখোঁজের ৫০ দিন পর রংপুরের মিঠাপুকুরের সন্তোষপুর আকন্দপাড়ায় মাটির নিচ থেকে পুঁতে রাখা অবস্থায় হোসনে আরা নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত স্বামী আনারুল কে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গত কোরবানির ঈদের তিন দিন আগে ঝগড়াঝাঁটির এক পর্যায়ে পিটিয়ে নববধূ হোসনে আরাকে হত্যা করে স্বামী আনারুল। পরে লাশ বাড়ির অদূরে মাটির নিচে পুতে রাখে। এবং শ্বশুরবাড়িতে জানায় তার মেয়ে নিখোঁজ হয়ে গেছে। শ্বশুরবাড়ির লোকজন পুলিশের কাছে এ বিষয়ে এজহার দায়ের করলে পুলিশ তা জিডি হিসেবে নেয়।

এক পর্যায়ে স্বামী আনারুল কে আটক করলে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। তার স্বীকারোক্তি মতেই বুধবার সকালে মাটির নিচ থেকে হোসনে আরার লাশ উদ্ধার করা হয়।

Exit mobile version