Site icon Jamuna Television

জাপানের নতুন প্রধানমন্ত্রী ইয়োশি হিদে সুগা

জাপানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন ইয়োশি হিদে সুগা। আজ পার্লামেন্টের ভোটাভুটিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকারপ্রধান হন ৭১ বছরের এ রাজনীতিক।

৪৬২ সদস‍্যের নিম্নকক্ষে ৩১৪ ভোট পান সুগা। অসুস্থতার কারণে স্বেচ্ছায় পদত্যাগ করা প্রধানমন্ত্রী শিনজো আবে-কে এদিন আনুষ্ঠানিকভাবে বিদায়ও জানান পার্লামেন্ট সদস্যরা।

সোমবার ক্ষমতাসীন দল ‘ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টি- এলডিপি’র প্রধান হিসেবে জয়ী হন সুগা।

সেসময়ই বলা হচ্ছিলো- প্রধানমন্ত্রী হওয়াটা কেবলই আনুষ্ঠানিকতা। দীর্ঘদিন মুখ্য কেবিনেট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে’র উপদেষ্টা।

বিশ্লেষকরা অবশ্য বলছেন, করোনা মহামারি, ধসে পড়া অর্থনীতিকে গতিতে ফেরানো এবং অলিম্পিক চলাকালে নিরাপত্তা ইস্যুর মতো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে নতুন প্রধানমন্ত্রীকে।

জাপানে বরাবরই প্রভাবশালী পরিবারের দাপট থাকলেও, ইয়োশিহিদে সুগা কৃষক পরিবারের সন্তান।

Exit mobile version