Site icon Jamuna Television

করোনায় আরও ২১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ৬১৫

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৪ হাজার ৮২৩ জন।

আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গেলো ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৩৬০টি। এতে রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৬১৫ জন। করোনাভাইরাসে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৩ লাখ ৫৭ হাজার ৭১ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।

Exit mobile version