Site icon Jamuna Television

কক্সবাজারের এসপি মাসুদসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি

এসপি এ বি এম মাসুদ হোসেন। ফাইল ছবি।

কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেনকে রাজশাহীতে বদলি করা হয়েছে। একইসাথে পুলিশের আরও ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার তাদের বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে দেওয়া আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।

সম্প্রতি সাবেক মেজর সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ডের ঘটনায় টালমাটাল টেকনাফ তথা গোটা কক্সবাজারের পুলিশ প্রশাসন। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস এবং পরিদর্শক লিয়াকতসহ পুলিশের সাত সদস্যকে। নিহতের পরিবার থেকে দায়ের করা মামলায় আসামি হিসেবে পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনের নাম যুক্ত করার আবেদন করলেও তা খারিজ করে দেন আদালত।

এর আগে, টেকনাফ থানায় বেশকিছু পদে রদবদল করা হয়েছিল। এবার কক্সবাজারের পুলিশ সুপার মাসুদ হোসেনকে কক্সবাজার থেকে রাজশাহী জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তার বদলে কক্সবাজার জেলার এসপি হিসেবে নিয়োগ পেয়েছেন ঝিনাইদহ জেলার এসপি হাসানুজ্জামান।

এছাড়া, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার লুৎফুল কবিরকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. মাসুদুর রহমানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলামকে ঝিনাইদহ জেলার এসপি এবং রাজশাহী জেলার এসপি মো. শহিদুল্লাহকে ডিএমপি সদর দফতরে ডিসি হিসেবে পাঠানো হয়েছে।

Exit mobile version