Site icon Jamuna Television

‘কাদায় বসে শাঁখ বাজালেই করোনা মুক্তি’, সেই বিজেপি নেতা করোনায় আক্রান্ত

গাঁয়ে কাদা মেখে, শাঁখ বাজালে হবে না করোনা। এরকম পরামর্শ দেয়া সেই বিজেপি সংসদ সদস্য সুখবীর সিং জৌনপুরিয়া করোনায় আক্রান্ত হয়েছেন।

এরআগে এই সংসদ সদস্য করোনা পরিস্থিতির মাঝেই নিজের একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে দেখা যায়, রীতিমতো কাদায় গড়াগড়ি খাচ্ছেন তিনি। সঙ্গে শাঁখও বাজাচ্ছিলেন। সেগুলো করেই তিনি দাবি করেন, এই পদ্ধতি মেনে চললে মারণ ভাইরাস করোনা কোনওভাবেই কাছে আসতে পারবে না। অথচ সেই তিনিই করোনায় আক্রান্ত হয়েছেন।

মন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালও করোনাভাইরাস থেকে বাঁচতে বলেছিলেন ‘ভাবিজি পাঁপড়ের কথা’। এরপর তিনিও করোনায় আক্রান্ত হয়েছিলেন।

গোমূত্র খেয়েও করোনা থেকে বাঁচার কথা বলছেন বিজেপি নেতারা।

Exit mobile version