Site icon Jamuna Television

খাগড়াছড়ি গামারিঢালা থেকে ইয়াবাসহ আটক ২

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলা সদরের গামারিঢালা থেকে ১ হাজার ৪শ’ ৮০ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে ডিবি পুলিশ। আজ বুধবার বিকাল সাড়ে ৫টায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, রাহমত উল্লাহ ও কামাল উদ্দিন। তারা দু’জনই কক্সবাজারের টেকনাফ ও চকরিয়ার স্থায়ী বাসিন্দা।

ডিবি পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাহমত ও কামাল উদ্দীনকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে একজনের কাছে ৮শ’ পিস ও অপরজনের কাছে ৬শ’ ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলেও জানায় ডিবি পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক মামলার দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আব্দুল হান্নান।

ইউএইচ/

Exit mobile version