Site icon Jamuna Television

করোনা থেকে বাঁচতে জ্যান্ত সাপ দিয়ে মাস্ক!

অনেকে করোনাভাইরাস থেকে বাঁচতে বিভিন্ন ধরনের মাস্ক পরেছেন কিন্তু এবার মাস্ক নিয়ে ব্রিটেনে ঘটলো অদ্ভুত ব্যাপার। গণপরিবহনে এক যাত্রী মাস্কের বদলে মুখে সাপ জড়িয়েছেন।

গত সোমবার ম্যানচেস্টার থেকে স্যালফোর্ডে যাওয়ার সময় ওই ব্যক্তি এভাবে মাস্ক পরেন। সাপটি দিয়েই তার গোটা নাক মুখ ঢাকা ছিলো। এখানেই শেষ নয়, সাপটি আবার ওই ব্যক্তির হাতের উপরও উঠে আসছিল। এতে যাত্রীরা আতঙ্ক হয়ে পড়েন যদিও সাপটি কারো ক্ষতি করে নি।

যদিও এ কাজে সমালোচিত হয়েছে ওই ব্যক্তি। করোনা মহামারির হাত থেকে বাঁচতে মাক্স পরাকে বাধ্যতামূলক করার মধ্যে এইভাবে সরীসৃপ প্রাণিকে গলায় পেঁচিয়ে মাস্কের মতো ব্যবহার মোটেও কাম্য নয় বলে অনেকে মন্তব্য করে।

Exit mobile version