Site icon Jamuna Television

বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় কসবায় দুই ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বেশি দামে পেঁয়াজ বিক্রি করার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সন্ধ্যায় কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান
কসবা পুরাতন বাজারে অভিযান চালিয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেন। মেসার্স মোস্তাক ব্রাদার্সকে ৫ হাজার টাকা ও মহাদেব সাহাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এই ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান বলেন, কসবা পুরাতন বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য মনিটরিং কালে
পাইকারি ব্যবসায়ী মেসার্স মোস্তাক ব্রাদার্স এবং মহাদেব সাহা প্রতি কেজিতে ২০ টাকা দেশি দামে পেঁয়াজ বিক্রি করায় এবং সরকার নির্ধারিত পণ্যের মূল্যের তালিকা না থাকার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় মেসার্স মোস্তাক ব্রাদার্সকে ৫ হাজার ও মহাদেব সাহাকে ৩ হাজার অর্থদণ্ড দেয়া হয়।

তিনি বলেন, বাজার স্থিতিশীল রাখার জন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

ইউএইচ/

Exit mobile version