Site icon Jamuna Television

ডিএনডি খালে গোসলে নেমে শিশু নিখোঁজ

ছবি: আকাশি

রাজধানীর ডেমরায় ডিএনডি খালে চার বান্ধবী মিলে গোসল করতে এসে আকাশি (১৩) নামে এক মেয়ে নিখোঁজ হয়েছে।

বুধবার দুপুরে ডেমরার বামৈল এলাকায় এ ঘটনা ঘটলেও সন্ধ্যায় এ খবর চারদিকে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের উদ্ধার টিম মেয়েটিকে খোঁজা শুরু করলেও রাত ১০টা পর্যন্ত তার সন্ধান মেলেনি।

নিখোঁজ আকাশি শেরপুরের নলিতাবাড়ী থানার চাঁদগাঁও গ্রামের মো. আনোয়ার হোসেনের মেয়ে। তারা বর্তমানে বামৈল এলাকায় ভাড়া থাকে।

জানা যায়, বুধবার দুপুরে বৃষ্টির সময় প্রতিবেশী তিন খেলার সাথী নিয়ে ডিএনডি খালে গোসল করতে আসে আকাশি। খালে সাঁতার কাটার এক পর্যায়ে আকাশি দুর্বল হয়ে পড়লে তার খেলার সাথী জুঁইকে (৮) আঁকড়ে ধরে। এ সময় তারা দু’জনেই পানিতে ডুবে গেলে স্থানীয় একটি ছেলে বিষয়টি খেয়াল করে জুঁইকে উদ্ধার করতে পারলেও আকাশিকে খুঁজে পায়নি সে।

রাজধানীর ডেমরায় ডিএনডি খালে চার বান্ধবী মিলে গোসল করতে এসে আকাশি (১৩) নামে এক মেয়ে নিখোঁজ হয়েছে।

বুধবার দুপুরে ডেমরার বামৈল এলাকায় এ ঘটনা ঘটলেও সন্ধ্যায় এ খবর চারদিকে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের উদ্ধার টিম মেয়েটিকে খোঁজা শুরু করলেও রাত ১০টা পর্যন্ত তার সন্ধান মেলেনি।

নিখোঁজ আকাশি শেরপুরের নলিতাবাড়ী থানার চাঁদগাঁও গ্রামের মো. আনোয়ার হোসেনের মেয়ে। তারা বর্তমানে বামৈল এলাকায় ভাড়া থাকে।

জানা যায়, বুধবার দুপুরে বৃষ্টির সময় প্রতিবেশী তিন খেলার সাথী নিয়ে ডিএনডি খালে গোসল করতে আসে আকাশি। খালে সাঁতার কাটার এক পর্যায়ে আকাশি দুর্বল হয়ে পড়লে তার খেলার সাথী জুঁইকে (৮) আঁকড়ে ধরে। এ সময় তারা দু’জনেই পানিতে ডুবে গেলে স্থানীয় একটি ছেলে বিষয়টি খেয়াল করে জুঁইকে উদ্ধার করতে পারলেও আকাশিকে খুঁজে পায়নি সে।

ইউএইচ/

Exit mobile version