Site icon Jamuna Television

বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় ৩০ সেপ্টেম্বর

বাবরি মসজিদ ধ্বংসের মামলার রায় হবে আগামী ৩০ সেপ্টেম্বর। সাবেক উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদভানিসহ ৪৮ অভিযুক্তের নাম রয়েছে অভিযোগপত্রে। বুধবার সিবিআই আদালতের বিশেষ বিচারক এস.কে. যাদব জীবিত অভিযুক্তদের প্রত্যেককে রায়ের দিন আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেন।

তালিকায় আরও আছেন সাবেক পার্লামেন্ট সদস্য মুরলি মনোহর জোশি, মধ্য প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী উমা ভারতিসহ ক্ষমতাসীন দল- বিজেপি’র বেশ ক’জন নেতা। মামলার দীর্ঘ বিচার প্রক্রিয়া চলাকালীন মৃত্যু হয়েছে কট্টর হিন্দুপন্থি দল- শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকুরেসহ ১৬ অভিযুক্তের।

সিবিআইয়ের বিশেষ আদালত এ মামলার বিচারের ভার পাওয়ার পর থেকে বছরের পর বছর পেরিয়ে গিয়েছে। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, দুই বছরের মধ্যে মামলার বিচার পর্ব শেষ করতে হবে। তারপরেও অবশ্য আদালত আরও কয়েকবার সময় বাড়ানোর অনুরোধ করে। সেই বর্ধিত সময়ের মেয়াদ শেষ হচ্ছে ৩০ সেপ্টেম্বর এবং সিবিআইয়ের বিশেষ আদালত ঘোষণা করেছে সেই দিনই তারা রায় জানাবে।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা- সিবিআই’র ১৯৯৩ সালের অভিযোগপত্রের ভিত্তিতে হবে এ মামলার রায়। ১৯৯২ সালে অযোধ্যায় প্রায় ৫শ’ বছরের পুরোনো মসজিদটি ভেঙে ফেলে হিন্দু উগ্রবাদীরা। যার ধারাবাহিকতায় দাঙ্গায় প্রাণ যায় দু’হাজার মানুষের।

Exit mobile version