Site icon Jamuna Television

উগান্ডায় জেল ভেঙে পালিয়েছে ২শ’র বেশি কয়েদি

উগান্ডার উত্তর-পূর্বাঞ্চলে জেল ভেঙে পালিয়েছে ২শ’র বেশি কয়েদি। পলাতক বন্দিদের ধরতে স্থবির করে দেয়া হয়েছে মোরোটো শহর।

উগান্ডা সেনাবাহিনী জানিয়েছে, পালানোর সময় এক নিরাপত্তারক্ষীকে হত্যা করে কয়েদিরা। এসময় ১৫টি বন্দুক আর গোলাবারুদ সংগ্রহে ছিল তাদের। মোরোটো পর্বতের পাদদেশে অবস্থিত কারাগারটি থেকে বের হয়ে পাশের পাহাড়েই লুকিয়ে পড়ে তারা।

নিরাপত্তা বাহিনীর নজর এড়াতে কয়েদিরা হলুদ পোশাক ছেড়ে জেল থেকে বের হন উলঙ্গ হয়ে। অভিযান চালিয়ে এ পর্যন্ত দুই কয়েদিকে পুনরায় আটক এবং দু’জনকে হত্যার তথ্য নিশ্চিত করেছে প্রশাসন।

Exit mobile version