Site icon Jamuna Television

এবার উর্মিলাকে ‘সফট পর্নস্টার’ বললেন কঙ্গনা

কঙ্গনা রানাওয়াতকে ঘিরে বিতর্ক থামছে না। এক সাক্ষাৎকারে অভিনেত্রী উর্মিলাকে ‘সফট পর্নস্টার’ বলেছেন তিনি।

এরআগে ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে উর্মিলা বলেন, গোটা দেশ ড্রাগের সমস্যায় ভুগছে। ও (কঙ্গনা) কি জানে হিমাচল ড্রাগের আঁতুরঘর? ওর উচিত নিজের রাজ্য থেকে সাফাই অভিযান শুরু করা’।

এরপর বুধবার টাইমস নাওকে দেয়া এক সাক্ষাৎকারে পালটা জবাব দেন কঙ্গনা। তিনি বলেন, আমার লড়াইটাকে নিয়ে ঠাট্টা করবার চেষ্টা চালাচ্ছে উর্মিলা। তখন উর্মিলাকে ‘সফট পর্ণস্টার’ বলে একহাত নেন কঙ্গনা।

তিনি আরও বলেন, কেউই উর্মিলাকে তার অভিনয় দক্ষতার জন্য চেনে না। উর্মিলার মতো তার পক্ষেও একটা নির্বাচনী টিকিট পাওয়া খুব বেশি মুশকিল নয়।

সম্প্রতি বলিউডের মাদকযোগ নিয়ে মন্তব্য করায় জয়া বচ্চনের রোষের মুখে পড়েছেন এই অভিনেত্রী।

Exit mobile version