Site icon Jamuna Television

‘স্যালি’র তাণ্ডবে বিপর্যস্ত ফ্লোরিডা-আলাবামা

হারিকেন ‘স্যালি’র তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের সমুদ্র উপকূলীয় রাজ্যগুলো। কোন হতাহতের খবর না মিললেও নিরাপদ আশ্রয়ে সরে গেছেন সাড়ে ৫ লাখ বাসিন্দা। উপকূলীয় অঞ্চলের অনেকেই ঘরবন্দি হয়ে পড়েছেন।

ফ্লোরিডা-আলাবামা সীমান্তবর্তী এলাকায় বুধবার নাগাদ আঘাত হানে মৌসুমী ঘূর্ণিঝড়টি। ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্য অনুসারে, এ সময় স্যালির গতিবেগ ছিলো ঘণ্টায় ১১০ কিলোমিটার। এর প্রভাবে ভারী বৃষ্টিপাত ও জলোচ্ছ্বাস হয়। যার ফলে, বন্যার পানিতে প্রধান শহরগুলো ডুবে গেছে।

বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত প্রতিবেশি রাজ্য মিসিসিপি ও লুইজিয়ানাও। হারিকেন থেকে সৃষ্ট দুর্ঘটনা এড়াতে বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। আলাবামায় দু’লাখ ৯০ হাজারের মতো বাসিন্দা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। ফ্লোরিডায় সংখ্যাটি আড়াই লাখের বেশি।

ঝড়ের তাণ্ডবে সবাইকে নিরাপদে থাকার নির্দেশে দিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে লুইজিয়ানা এবং মিসিসিপি উপকূলে সতর্কতা জারি করা হয়েছে।

Exit mobile version