Site icon Jamuna Television

অবসরে যাচ্ছেন আপিল বিভাগের বিচারপতি তারিক উল হাকিম

১৮ বছরের বিচারিক জীবন শেষে অবসরে যাচ্ছেন আপিল বিভাগের বিচারপতি তারিক উল হাকিম। ৬৭ বছর পূর্ণ হওয়ায় ১৯ সেপ্টেম্বর তার অবসরের দিন। কিন্তু ওই দিন সাপ্তাহিক ছুটি থাকায় আজ তার শেষ কর্মদিবস।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান বলেন, আজ বিচারপতি তারিক উল হাকিমের শেষ কর্ম দিবস হওয়ায় তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হচ্ছে।

গত ২ সেপ্টেম্বর আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন বিচারপতি তারিক উল হাকিম।

বিচারপতি তারিক উল হাকিমের জন্ম ১৯৫৩ সালের ২০ সেপ্টেম্বর। এ বিচারপতির বাবা মাকসুম উল হাকিমও ছিলেন বিচারপতি। তারিক উল হাকিম ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করেন। ১৯৮৭ সালে জেলা আদালত এবং ১৯৮৯ সালে হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

২০০২ সালের ২৯ জুলাই তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এবং ২০০৪ সালের ২৯ জুলাই স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান।

Exit mobile version