Site icon Jamuna Television

অর্থনৈতিকভাবে বিপর্যস্ত করতেই পেঁয়াজ রফতানি বন্ধ করেছে ভারত : ডা. জাফরুল্লাহ

ডা. জাফরুল্লাহ চৌধুরী- ফাইল ছবি।

ভারত বাংলাদেশকে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত করতেই পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। প্রেসক্লাবের সামনে ‘রণাঙ্গনের মুক্তিযোদ্ধা’ আয়োজিত মানববন্ধনে এই কথা বলেন তিনি।

মানববন্ধনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার যাদের জোরে ক্ষমতায় আছে তাদের রক্ষায় কাজ করে যাচ্ছে। তিনি অভিযোগ করেন, আজ দেশ একটা বিরাট ষড়যন্ত্রের মুখে পড়েছে।

তিনি বলেন, সরকারের কাছে দেশের মানুষের জীবনের কোন মূল্য নেই। তাই করোনা নিয়ে সরকার এক প্রকার তামাশা করছে বলে মন্তব্য করেন মাহমুদুর রহমান মান্না।

Exit mobile version