Site icon Jamuna Television

তিতাসের কোনো দোষই খুঁজে পায়নি সংস্থাটির তদন্ত কমিটি

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাসের কোনো দোষই খুঁজে পায়নি সংস্থাটির তদন্ত কমিটি।

যদিও কমিটি বলছে, বিদ্যুতের লাইন পরিবর্তনের কারণে মসজিদে জমে থাকা গ্যাস বিস্ফোরিত হয়ে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে। আর এই গ্যাস জমে থাকার দায় অবৈধ সংযোগ যারা নিয়েছেন তাদের নিতে হবে বলে সুপারিশ করেছে তদন্ত কমিটি।

মসজিদ তৈরির আগে সরকারি কোনো সংস্থার অনুমোদনও নেয়া হয়নি বলে জানিয়েছে তদন্ত কমিটি। এই রিপোর্ট মন্ত্রণালয় আরও খতিয়ে দেখবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। মন্ত্রী বলেছেন, এত বড় দুর্ঘটনার দায় কোনো পক্ষই এড়াতে পারে না।

ভয়াবহ বিস্ফোরণে মসজিদে পুড়ে মারা গেছেন ৩১ জন মানুষ। নারায়ণগঞ্জের তল্লায় এই বিস্ফোরণের কারণ কী, কীভাবে হলো তা জানতে কাজ করেছে বেশ কয়েকটি তদন্ত কমিটি। স্থানীয়দের অভিযোগের আঙুল ছিলো তিতাস গ্যাসের দিকে। প্রতিষ্ঠানটির তদন্তে বেরিয়ে এসেছে, মসজিদের বিদ্যুৎ সংযোগ ছিলো অবৈধ। ঘটনার দিন বিদ্যুৎ চলে যাওয়ায় বিকল্প লাইনটি চালু করতে গেলেই শর্ট সার্কিট হয়। আর মসজিদের অভ্যন্তরে আগে থেকেই পাইপলাইন ছিদ্র থাকায় গ্যাসও জমে ছিলো। যার ফলাফল, নির্মম এই ঘটনা।

তিতাস জানিয়েছে, মসজিদ সংলগ্ন এলাকায় তিতাসের রাইজার মাটির নীচে চাপা দিয়ে সেখান থেকে অবৈধ সংযোগ দিয়েছিলেন স্থানীয় শওকত ও দেওয়ান। আবার কোনো অনুমোদন ছাড়া মসজিদের ভবন তৈরির তথ্যও পেয়েছেন তারা। তাই এই দুর্ঘটনার দায় নিতে নারাজ সংস্থাটি।

তারা আরও বলেছেন, মসজিদের নিচ দিয়ে যাওয়া পাইপলাইন সরাতে ঘুষ চেয়েছিলেন তিতাস কর্মকর্তারা- এমন অভিযোগেরও কোনো সত্যতা নেই।

ফায়ার সার্ভিসসহ অন্যান্য সংস্থা স্পষ্ট করেই বলেছে, গ্যাস লাইন থেকে এই বিস্ফোরণ। সাথে বিদ্যুতের অবৈধ সংযোগ তো আছেই। কাজেই এতো মানুষের মৃত্যুর দায় কী কোনোভাবেই এড়াতে পারে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়?

ইউএইচ/

Exit mobile version