Site icon Jamuna Television

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের যাত্রা শুরু

যাত্রা শুরু হলো রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের।

বৃহস্পতিবার আরএমপি কমিশনার আবুল কালাম সিদ্দিক আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, আরএমপি সদর দফতরে স্থাপিত হয়েছে এই ইউনিটটি। এটি উত্তরাঞ্চলে পুলিশের একমাত্র সাইবার অপরাধ দমন সংক্রান্ত তৎপরতা রোধে বিশেষায়িত ইউনিট। যার সুফল পাবে সাধারণ মানুষ।

একজন সহকারী পুলিশ কমিশনারের নেতৃত্বে পরিচালিত হবে বলেও জানান তিনি।

Exit mobile version