Site icon Jamuna Television

পদত্যাগ করলেন দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা শফী

ছাত্রদের আন্দোলনের পর স্বেচ্ছায় দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করলেন হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফী।

বৃহস্পতিবার রাতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে মাদ্রাসা সূত্র থেকে জানা যায়। রাত ১০ টার দিকে মাদ্রাসার শুরা সদস্য ও মেখল মাদ্রাসার পরিচালক মাওলানা নোমান ফয়জী এ ঘোষণা পাঠ করে শোনান।

মহাপরিচালকের পদ থেকে সরে যাওয়ার পর আল্লামা শফীকে সদরে মুহতামিম বা উপদেষ্টা পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়া বৈঠকে মাওলানা নুরুল ইসলাম কক্সবাজারিকে থেকে অব্যাহতি দেয়ার পাশাপাশি মাওলানা আনাস মাদানীর স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত বহাল রাখা হয়।

প্রসঙ্গত, বিভিন্ন দাবিতে বুধবার থেকে হাটহাজারী মাদ্রাসায় বিক্ষোভ করছে ছাত্ররা।

Exit mobile version