Site icon Jamuna Television

বনানীর আগুন নিয়ন্ত্রণে, সোসাইটির প্রবেশ মুখ বন্ধ থাকায় বিপত্তি!

রাজধানীর বনানীর তিন নম্বর রোডে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ছয়তলা একটি বাড়ির ৫ম তলার দুটি কক্ষে আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে, কিভাবে আগুন লাগলো তা জানাতে পারেনি বাড়ির কেউ। তারা জানান, হঠাৎ একটি রুমে ধোঁয়া দেখে নিচ তলায় নেমে আসেন সবাই।

এদিকে বনানী সোসাইটির চারপাশের প্রতিটি সড়কের প্রবেশ মুখে তালা থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হয়। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ সময় লাগে বলে জানান জোন-২ এর কমান্ডার আবুল বাশার।

আবুল বাশার বলেন, যে বাড়িটেতে আগুন লেগেছে, সেখানে আগুন নেভানোর যন্ত্র ছিল। কিন্তু তা ব্যবহার হয়নি। হয়ত, ব্যবহার জানা না থাকার কারণে এমনটা হয়ে থাকতে পারে। তবে কি কারণে আগুন লেগেছে তা নিশ্চিত করে বলতে পারেন নি তিনি। তদন্তের পরই স্পষ্ট কারণ জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Exit mobile version