Site icon Jamuna Television

রুশ ভ্যাকসিনে পার্শ্ব-প্রতিক্রিয়া!

ছবি- ইন্টারনেট

করোনা প্রতিরোধে রুশ ভ্যাকসিন ‘স্পুটনিক ফাইভ’ গ্রহণকারী প্রত্যেক স্বেচ্ছাসেবীর একজনের শরীরে দেখা দিয়েছে পার্শ্ব-প্রতিক্রিয়া। মস্কো টাইমসকে দেয়া এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো।

জানান, রাশিয়ায় টিকা প্রয়োগের পর প্রায় ১৪ শতাংশ স্বেচ্ছাসেবী পার্শ্ব-প্রতিক্রিয়ায় ভুগেছেন। এরমধ্যে, দুর্বলতা এবং পেশিতে ব্যাথা অনুভব হওয়ার পরিমাণই বেশি। অবশ্য, স্বাস্থ্যমন্ত্রী এটাও জানান- টিকা সর্বত্র ব্যবহারের আগেই এ ধরনের উপসর্গের কথা বলা হয়েছিলো।

বৃহস্পতিবার থেকে বড় পরিসরে শুরু হয়েছে ভ্যাকসিনটির প্রয়োগ। ৪ সেপ্টেম্বর সর্বজন স্বীকৃত মেডিকেল জার্নাল ‘ল্যানসেট’র প্রতিবেদনে উঠে আসে রুশ ভ্যাকসিনের প্রথম দু’ধাপের ট্রায়ালের ফলাফল। জানানো হয়, ৪২ দিনের ব্যবধানে ৭৬ স্বেচ্ছাসেবীর শরীরে প্রয়োগ করা হয়েছে টিকার দুটি ডোজ। তাদের সবাই বর্তমানে সুস্থ থাকলেও, দেখা দিয়েছিলো নানা পার্শ্ব-প্রতিক্রিয়া।

Exit mobile version