Site icon Jamuna Television

বার্সার উপর ক্ষেপলেন সেতিয়েন, দিলেন মামলার হুমকি

বার্সেলোনার বিপক্ষে মামলা করার হুমকি দিয়েছেন কিছুদিন আগে বরখাস্ত হওয়া কোচ কিকে সেতিয়েন।বৃহস্পতিবার টুইটারে এক বিবৃতিতে এই স্প্যানিশ কোচ দাবি করেন, বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিদ্ধস্ত হবার পর ১৭ আগস্ট চাকরি হারান তিনি। কিন্তু এই ঘটনার একমাস পর ১৬ সেপ্টেম্বর বার্সেলোনা ফ্যাক্সের মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে ছাঁটাই করেছে।

এমন ঘটনায় বেশ চটেছেন ৬১ বছর বয়সি এই কোচ। সেই সাথে চুক্তির শর্ত অনুযায়ী ২০২২ সালের আগে তাকে বরখাস্ত করায় ক্ষতিপুরণ হিসেবে ৪ মিলিয়ন ইউরো দাবি করেছেন সেতিয়েন। ক্ষতিপূরণ না পেলে তিনি ও তার তিন সহকারী কোর্টে বার্সেলোনার বিপক্ষে মামলা করার ঘোষণাও দিয়েছেন।

স্প্যানিশ গণমাধ্যম বলছে, সেতিয়েনের সাথে বার্সেলোনার ঝামেলা না মিটলে লা-লিগার ম্যাচে কোচ হিসেবে ডাগ আউটে থাকতে পারবেন না রোনাল্ড কোম্যান।

Exit mobile version