Site icon Jamuna Television

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে চলছে গাড়ি

টাঙ্গাইল প্রতিনিধিঃ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চারলেন উন্নয়ন প্রকল্পের সংস্কার কাজ চলমান থাকায় ও খানাখন্দের সৃষ্টি হওয়ায় মহাসড়কের নাটিয়াপাড়া হতে মির্জাপুর পর্যন্ত থেমে থেমে চলছে গাড়ি। ফলে অতিরিক্ত যানবাহনের চাপে মহাসড়কের যেখানে কাজ হচ্ছে সেখানে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। তবে বেলা বাড়ার সাথে তা স্বাভাবিক হতে শুরু করেছে।

গোড়াই হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন বলেন, একদিকে মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হওয়ায় যানবাহনগুলোকে ধীরগতিতে চলতে হচ্ছে। অন্যদিকে এক লেন বন্ধ করে সংস্কার কাজ চলমান রাখায় যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছেনা। যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হচ্ছে।

এছাড়া গতকাল রাতে মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে। এতেও দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। এখন যান চলাচল প্রায় স্বাভাবিক হয়ে গিয়েছে। যানচলাচল স্বাভাবিক রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Exit mobile version