Site icon Jamuna Television

স্যামসাং প্রধান লি জে ইয়ং’র পাঁচ বছরের কারাদন্ড

দক্ষিণ কোরিয়ার একটি আদালত আজ শুক্রবার দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় স্যামসাংয়ের প্রধান লি জে ইয়ংকে পাঁচ বছরের কারাদন্ড দিয়েছে। সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন হাই এর অভিশংসনের সাথেও এই কেসের সর্ম্পক রয়েছে।
স্যামসাং এর বিরুদ্ধে অভিযোগ করা হয় যে, সরকারি সুবিধা পাওয়ার জন্য প্রেসিডেন্ট পার্ক গিউন হাই এর বন্ধু চোই সুন শিল দ্বারা পরিচালিত সরকারি অলাভজনক প্রতিষ্ঠানে ৪৩ বিলিয়ন উন অনুদান দেয়। আর এই কারণে পার্লামেন্টে পার্ককে অভিশংসনের পক্ষে ভোট পড়ে। যদিও লি এবং স্যামসাং গ্রুপ এ অপরাধের কথা অস্বীকার করে আসছে। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি দুর্নীতির অভিযোগে লি-কে গ্রেফতার করা হয়।

Exit mobile version