Site icon Jamuna Television

মক্কায় পাহাড়ে ভয়াবহ আগুন (ভিডিও)

মক্কায় পাহাড়ে ভয়াবহ আগুন

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় পাহাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোরে মায়সান অঞ্চলে জাবাল আমাদ পাহাড়ে এ আগুন ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে গেছে তাইফ প্রশাসনের অধীনে এলাকাটির বিশাল কৃষিভূমি। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর- গালফ টুডে।

এক টুইটে মক্কা কর্তৃপক্ষ থেকে জানানো হয়, জাবাল আমাদ পাহাড়ের একটি বনাঞ্চল থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুতগতিতে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আগুনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, পাহাড়জুড়ে বিশাল এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে এবং বাতাসে ধোঁয়া ছড়িয়ে যাচ্ছে।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে অংশ নেয় সিভিল ডিফেন্স ফোর্সের সদস্যরা। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

Exit mobile version