Site icon Jamuna Television

কুড়িগ্রামে ধরলার পানিতে নতুন নতুন এলাকা প্লাবিত

কুড়িগ্রামে ধরলার পানিতে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দি প্রায় ৪০ হাজার মানুষ।

ধরলা নদীর পানি এখনও বিপদসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সদর, উলিপুর, নাগেশ্বরীসহ বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ অঞ্চল বানের পানিতে প্লাবিত হয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন পানিবন্দি মানুষ।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, জেলার ২ হাজার ১শ’ হেক্টর জমির বিভিন্ন ফসল পানিতে তলিয়ে গেছে। এদিকে, উজানের ঢলে শেরপুরের ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার নিম্নাঞ্চলের প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বানের পানিতে তলিয়ে গেছে কয়েকশ হেক্টর জমির আমন ধান।

Exit mobile version