Site icon Jamuna Television

অ্যাকশন ছবিতে শাহিদ-দিশা

অ্যাকশন ছবিতে শাহিদ-দিশা

শাহিদ কাপুরের হাতে এখন অনেক কাজ। করণ জোহরের ধর্মা প্রোডাকশনসে তার নতুন ছবির কথা পাকা। শশাঙ্ক খৈতানের পরিচালনায় অ্যাকশন ছবি ‘যোদ্ধা’ করবেন শাহিদ। তার বিপরীতে দিশা পাটনি। এই প্রথম বার তারা জুটি বাঁধবেন। ‘জার্সি’ ছবির শুটিং শেষ করে নেটফ্লিক্সের একটি ছবি করবেন শাহিদ। তার পরেই শশাঙ্কের ছবির কাজ। প্রযোজনা সংস্থা সূত্রে জানা যাচ্ছে, ফেব্রুয়ারি নাগাদ এই ছবির কাজ শুরু হবে। খবর- আনন্দবাজার পত্রিকা।

‘কবীর সিং’ এর সাফল্যের পর থেকেই শাহিদের সঙ্গে কাজ করতে চাইছিলেন করণ। তাদের শেষ ছবি ‘শানদার’ বক্স অফিসে ব্যর্থ হওয়ায়, শাহিদ আগের চেয়ে সাবধানী। তবে শশাঙ্কের ছবির চিত্রনাট্য অভিনেতার পছন্দ হয়েছে। এই ছবিতেই একটি বিশেষ চরিত্রের জন্য ক্যাটরিনা কাইফের কাছে প্রস্তাব গিয়েছে। তবে অভিনেত্রীর তরফ থেকে এখনও কোনও জবাব আসেনি।

শশাঙ্কের দু’টি ছবির কাজ পিছিয়ে গিয়েছে। বরুণ ধওয়নকে নিয়ে ‘মিস্টার লেলে’ এবং পিরিয়ড ছবি ‘রণভূমি’ করার কথা ছিল পরিচালকের। তবে সেগুলি বানচাল হওয়ায় ‘যোদ্ধা’ নিয়েই ময়দানে নামছেন শশাঙ্ক।

Exit mobile version