Site icon Jamuna Television

উর্মিলাকে ‘সফট পর্ণস্টার’ বলে কটাক্ষ কঙ্গনার

একের পর এক বিতর্কে জড়াচ্ছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বুধবার আরেক অভিনেত্রী উর্মিলা মাতন্ডকরকে ‘সফট পর্ণস্টার’ বলে আবার বিতর্কে আগুন দিলেন এই অভিনেত্রী। খবর হিন্দুস্তান টাইসম’র।

অন্যদিকে, উর্মিলা কটাক্ষ করেন কঙ্গনার রাজ্য ‘হিমাচল প্রদেশই ড্রাগের আঁতুরঘর’ বলে।

উর্মিলার এইমন্তব্যের জেড়ে খেপেছেন এই অভিনেত্রী- বলেন, ‘আমার লড়াইটাকে নিয়ে ঠাট্টা করবার চেষ্টা চালাচ্ছে উর্মিলা’। কেউই উর্মিলাকে তার অভিনয় দক্ষতার জন্য চেনে না। তিনি মূলত একজন সফট পর্ণস্টার।

ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাত্কারে উর্মিলা বলেন,‘গোটা দেশ ড্রাগের সমস্যায় ভুগছে। ও(কঙ্গনা) কি জানে হিমাচল ড্রাগের আঁতুরঘর? ওর উচিত নিজের রাজ্য থেকে সাফাই অভিযান শুরু করা’।

Exit mobile version