Site icon Jamuna Television

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে যাওয়ায় প্রেমিকাকে মারপিট

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে যাওয়ায় প্রেমিকাকে মারপিট করেছে প্রেমিকের লোকজন। প্রেমিকা বর্তমান আহত অবস্থায় শৈলকুপা হাসপাতালে ভর্তি রয়েছেন।

জানা যায়, শৈলকুপার খাস বকদিয়া গ্রামের মনিরুল ইসলামের মেয়ে সকিনা খাতুন (১৯) ঢাকায় গার্মেন্টসে চাকরি করতো। সেই সুবাদে একই গ্রামের জিহাদের ছেলে জিকু (২১) ঢাকায় একই প্রতিষ্ঠানে চাকরি নেয়। এরপর তাদের উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। জিকু বিয়ের প্রলোভন দেখিয়ে তার ভাড়াকৃত বাসায় সকিনাকে নিয়ে অবস্থান করে এক পর্যায়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে উঠে।

ঢাকায় অবস্থানকালে সখিনা বিয়ের কথা বললে জিকু তালবাহানা শুরু করে এবং ঢাকা থেকে পালিয়ে
শৈলকুপা চলে আসে বলে সখিনা জানায়। উপায়ান্তর না দেখে সখিনা ঢাকা থেকে বাড়ি চলে আসে।বাড়িতে আসার পর বিয়ের দাবিতে প্রেমিক জিকুর বাড়িতে গেলে প্রেমিকা সখিনাকে জিকু ও তার পরিবারের লোকজন মারপিট করে আহত করে। আহত অবস্থায় সখিনাকে হাসপাতালে ভর্তি করা। তবে জিকুর মা বলেন, আমার ছেলে নির্দোষ, আমার ছেলেকে ফাঁসানো হচ্ছে।

এব্যাপারে শৈলকুপা থানা ইনচার্জ জাহাঙ্গীর হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

ইউএইচ/

Exit mobile version