Site icon Jamuna Television

চোটের কারণে ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়ালেন ওসাকা

ইনজুরির কারণে ফ্রেঞ্চ ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন সদ্য ইউএস ওপেন জয়ী নওমি ওসাকা। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন জাপানিজ এই টেনিস তারকা।

সামাজিক মাধ্যমে ওসাকা বলেন, দুর্ভাগ্যবশত এ মৌসুমে ফ্রেঞ্চ ওপেনে অংশ নিতে পারছি না। ইউএস ওপেনের ফাইনালে ভিক্টোরিয়া আজারেঙ্কার বিপক্ষে ম্যাচে হ্যামেস্ট্রিং চোট পান ওসাকা। কাছাকাছি দুইটি গ্রান্ড স্লামের আসর থাকায় অল্প সময়ের মধ্য সেরে উঠে ফ্রান্সের ক্লে কোটের জন্য প্রস্তুতি নিতে পারেননি তিনি। তবে অংশগ্রহণকারী সকলের জন্য শুভকামনা জানিয়েছেন ওসাকা।

ইউএইচ/

Exit mobile version