Site icon Jamuna Television

আল্লামা শফীর মরদেহ চট্টগ্রামের পথে

আল্লামা শফীর মরদেহ চট্টগ্রামের পথে

হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী’র মরদেহ জানাজা ও দাফনের জন্য চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় নিয়ে যাওয়া হচ্ছে।

ভোর চারটার সময় আল্লামা শাফীর মরদেহবাহী এম্বুলেন্স ঢাকা ছেড়ে যায়।

চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরের তার অনুসারীদের এক পক্ষ দাবি তোলেন ঢাকায় তার জানাজা পড়ার। তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয় জানাজা ও দাফন হবে চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায়।

পরে কওমি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের দাবির মুখে তাকে রাজধানীর গেন্ডারিয়ার ফরিদাবাদ মাদরাসার মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় ৫ ঘণ্টা রাখা হয়। সেসময় হাজারো অনুসারীদের শেষবারের মতো শ্রদ্ধা জানান। পরে ভোর রাত চারটায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পাহারায় তাকে নিয়ে চট্টগ্রামের পথে রওনা দেওয়া হয়।

Exit mobile version