Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে অ্যাপ স্টোরে নিষিদ্ধ হচ্ছে টিকটক আর উইচ্যাট

যুক্তরাষ্ট্রে অ্যাপ স্টোরে নিষিদ্ধ হচ্ছে টিকটক আর উইচ্যাট

যুক্তরাষ্ট্রে অ্যাপ স্টোরে নিষিদ্ধ হচ্ছে টিকটক আর উইচ্যাট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী নির্দেশ আসার আগ পর্যন্ত চীনা অ্যাপ দু’টোর ওপর বহাল থাকবে এ নিষেধাজ্ঞা।

শুক্রবার মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় জানায়, বিভিন্ন অ্যাপ স্টোরসহ অনলাইন কোনো প্ল্যাটফর্ম থেকেই ম্যাসেজিং এবং ভিডিও শেয়ারিং অ্যাপস দু’টো নামানো যাবে না। জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং চীনের কাছে স্পর্শকাতর তথ্য পাচারের ঝুঁকি ঠেকাতে এ সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। যদিও দু’টো প্রতিষ্ঠানই এবং চীনও এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

জানা গেছে, মার্কিন ভূখণ্ডে উইচ্যাট বন্ধ হবে রোববার। তবে টিকটক ইউজাররা ১২ নভেম্বর পর্যন্ত অ্যাপটি ব্যবহারের সুযোগ থাকবে। এরপর যুক্তরাষ্ট্রে পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে বিশ্বের অন্যতম জনপ্রিয় এ অ্যাপ।

Exit mobile version