Site icon Jamuna Television

পাবনায় ট্রেনের ধাক্কায় বাক প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু

পাবনা জেলার কাশিনাথপুরের নান্দিয়ারা রেলগেটে ট্রেনের ধাক্কায় গোলে বেগম (৭০) নামে বাক প্রতিবন্ধী এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোর সাড়ে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ঈশ্বরদী থেকে ঢালারচরগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি কাশিনাথপুর স্টেশন থেকে সকাল সাড়ে ছয়টায় ঢালারচরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কিছুদূর পেরুতেই নান্দিয়ারা রেলগেটের কাছে পৌঁছলে রেললাইনের পাশ দিয়ে হাঁটতে থাকা বাকপ্রতিবন্ধী গোলে বেগম ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মারা যায়। বাকপ্রতিবন্ধী বৃদ্ধা গোলে বেগমের শ্রবণ শক্তি না থাকায় সে ট্রেনের আওয়াজ শুনতে পায়নি।

গোলে বেগমের স্বামীর নাম মো. মোসলেম । তার ২ ছেলে ৩ মেয়ে রয়েছে।

Exit mobile version