Site icon Jamuna Television

ভারতের পশ্চিমবঙ্গে আল-কায়েদার ছয় সদস্য গ্রেফতার

ভারতের পশ্চিমবঙ্গে গোয়েন্দা অভিযানে গ্রেফতার হয়েছে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার ছয় সদস্য। সকালে পৃথক অভিযানে কেরালাতেও একই গোষ্ঠীর আরও তিন সদস্য গ্রেফতার হয়।

ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ আর কেরালার ইরনাকুলামে হয় এসব অভিযান। জব্দ করা হয় জিহাদি বই, ধারালো অস্ত্র, বিস্ফোরক তৈরির উপকরণসহ অনেককিছুই।

গ্রেফতারকৃতরা ভারতের বিভিন্ন অঞ্চলে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।

এনআইএ জানায়, আল-কায়েদার পাকিস্তান শাখার আদর্শে প্রভাবিত গ্রেফতারকৃতরা। তাদের হেফাজতে নিতে আদালতের অনুমতি চাইবে পুলিশ।

Exit mobile version