Site icon Jamuna Television

পুলিশকে ঘুষ দেয়ায় মালয়েশিয়ায় বাংলাদেশির তিন মাসের জেল ও দুই লাখ টাকা জরিমানা

আহমাদুল কবির, মালয়েশিয়া:

মালয়েশিয়ায় পুলিশের হাত থেকে নিজেকে রক্ষা করতে এক হাজার টাকা ঘুষ দিয়ে দুই লাখ টাকা জরিমানাসহ তিন মাসের জেল হলো এক বাংলাদেশির।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দেশটির ইপোর একটি আদালতে একহাজার টাকা ঘুষ দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত বাংলাদেশি নাগরিক আরিফুল (৪১) কে উভয় দণ্ডে দণ্ডিত করে রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর রাত সাড়ে নয়টার দিকে ইপোর সিলিম রিভারের জালান ইস্টিসন কামপুং মাংগিস এলাকায় পুলিশের অভিযানে বিক্রি নিষিদ্ধ ১৩ কাটুন সিগারেটসহ বাংলাদেশি নাগরিক আরিফুলকে গ্রেফতার করা হয়। এ সময় নিজেকে রক্ষা করতে পুলিশকে মালয় রিঙ্গিত (৫০) এক হাজার টাকা ঘুষ দেওয়ার অভিযোগ ও নিষিদ্ধ সিগারেট রাখার অপরাধে কাস্টম আইনে ও ঘুষ দেওয়ার অপরাধে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার ইপোর আদালতে নিজের দোষ স্বীকার করায় আদালত তাকে মালয় রিঙ্গিত (১০ হাজার) দুই লাখ টাকা ও তিন মাসের জেল-জরিমানা করে রায় ঘোষণা করেন আদালত।

উল্লেখ্য, চলতি বছরে কয়েক জন বাংলাদেশিকে দেশটির পুলিশকে ঘুষ দেওয়ার অপরাধে জেল জরিমানা করা হয়।

ইউএইচ/

Exit mobile version