Site icon Jamuna Television

লিও অর্ডার না থাকায় বেনাপোলে ঢোকেনি পেঁয়াজভর্তি কোন ট্রাক

ফাইল ছবি

বেনাপোল প্রতিনিধি:

বেনাপোল বন্দর দিয়ে আজও পেঁয়াজের কোন পণ্যচালান বাংলাদেশে ঢোকেনি। এ নিয়ে গত ৫ দিন ধরে বন্ধ রয়েছে পেঁয়াজ আমদানি। লোড এক্সপোর্ট অর্ডার (লিও) না থাকায় পেঁয়াজ ভর্তি কোন ট্রাক বেনাপোলে প্রবেশ করেনি।

বেনাপোল কাষ্টমসের কার্গো ইনচার্জ আকসির মোল্লা জানান, নিয়মানুযায়ী ভারত থেকে কোন পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের সময় কাষ্টমস থেকে গেট পাশ নিতে হয়। সকাল থেকে ভারতীয় সিএন্ডএফ এজেন্টের পক্ষ থেকে কোন গেট পাশ গ্রহণ না করায় আজও পেঁয়াজের কোন চালান ঢুকবে কিনা তা নিশ্চিত করা যাচ্ছে না।

Exit mobile version