Site icon Jamuna Television

যুক্তরাজ্যে দ্বিতীয় দফা মাহামারি ঠেকাতে কড়াকড়ি

যুক্তরাজ্যে দ্বিতীয় দফা মাহামারি ঠেকাতে কড়াকড়ি

যুক্তরাজ্যে দ্বিতীয় দফা মহামারি ঠেকাতে জরিমানাসহ বেশ কিছু কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী বরিস জনসন।

তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে বা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যাওয়ার পর কেউ স্বেচ্ছায় আলাদা না থাকলে তাকে আর্থিক জরিমানা করা হবে। গুনতে হবে সর্বনিম্ন প্রায় ১৩শ’ ডলার থেকে শুরু করে সর্বোচ্চ ১৩ হাজার ডলার পর্যন্ত। আর এই পরিমাণ নির্ধারণ হবে আয়ের উপর ভিত্তি করে। নতুন এই নিয়ম কার্যকর হবে ২৮ সেপ্টেম্বর থেকে।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর দাবি, মহামারি রোধে সবাইকে নিয়ম মানতে বাধ্য করতে এটিই সবচেয়ে কার্যকর উপায়।

এদিকে, কড়াকড়ির বিরোধিতা করে লন্ডনে সমাবেশ করেছে বহু মানুষ। যুক্তরাজ্যে গেলো ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে, সাড়ে চার হাজার করোনা রোগী, মারা গেছে ২৭ জন।

Exit mobile version