Site icon Jamuna Television

কুষ্টিয়ায় ১৪ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রী ও মেয়ের মৃত্যু

কুষ্টিয়ার মিরপুরে ১৪ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রী ও মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে মারা যান স্ত্রী আনজেরা খাতুন (৬৫)। পরের দিন শনিবার সকাল ১০টার দিকে তার দাফন সম্পন্ন করে নিজ বাড়িতে ফিরে হঠাৎ অসুস্থ্য হয়ে মারা যান মেয়ে আঙ্গুরা খাতুন (৪০)। মেয়ের মৃত্যু সংবাদ শুনে ঘণ্টাখানেকের ব্যবধানে মৃত্যুবরণ করেন বাবা লালন মল্লিক (৭৫)।

মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের তিন জনের এমন করুণ মৃত্যুতে শোকপুরিতে পরিণত হয়েছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার গোবিন্দগুনিয়া গ্রাম। এমন মৃত্যুতে শোকে মুহ্যমান স্বজনেরা। পরিবারের পাশাপাশি শোকাহত প্রতিবেশি ও এলাকার মানুষ। চিকিৎসক বলছেন, শোক সইতে না পেরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হলে মারা যান তারা।

তবে মৃত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।

Exit mobile version