Site icon Jamuna Television

নামাজ শেষে বাড়ি ফেরার পথে ইমামকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ ব্যুরো:

ময়মনসিংহের পাগলা থানার বেলদিয়া গ্রামে হাফেজ মাওলানা মো. আজিম উদ্দিনকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে এশার নামাজের ইমামতি শেষে বাড়ি ফেরার পথে তাকে হত্যা করা হয়। নিহত আজিম উদ্দিন সাধুয়া পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম ও বেলদিয়া গ্রামের মৃত শেখ মজরত আলীর পুত্র।

পাগলা থানার ওসি শাহিনুজ্জামান খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হাফেজ আজিম উদ্দিন ২০ বছর ধরে সাধুয়া পশ্চিম পাড়া জামে মসজিদে ইমামতি করে আসছেন। শনিবার মসজিদে এশার নামাজের ইমামতি শেষে বাড়ি ফেরার পথে সাধুয়া মার্কেটের সামনে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে ফেলে রেখে যায়। পরে এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। খুনের রহস্য উদঘাটনে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Exit mobile version